ওয়ালটন ব্লেন্ডার মেশিনের দাম ও মডেল ২০২৪


পাওয়ার এবং যারে সংখ্যার উপর নির্ভর করে। সাধারণত ব্লেন্ডার গুলো ১৩০০ টাকা থেকে শুরু করে ১৬ হাজার ৫০০ টাকা বা তার বেশি দামে পাওয়া যায় জনপ্রিয় ব্র্যান্ডের মধ্যে ভীষণ ।

ওয়ালটন -ব্লেন্ডার-মেশিনের-দাম-ও-মডেল-২০২৪

 মিয়াকো ফেলি পস প্যানাসনিক এবং ওয়ালটনের মত ব্র্যান্ডগুলো বিভিন্ন দামের ব্লেন্ডার সরবরাহ করে

পেজ সূচিপত্রঃওয়ালটন ব্লেন্ডার মেশিন এর দাম মডেল ও ব্যবহার গুরুত্ব বিস্তারিত জেনে নিন

ওয়ালটন ব্লেন্ডার মেশিনের মডেল ও দাম

২০২৪ সালে ওয়ালটনের বিভিন্ন মডেলের ব্লেন্ডার মেশিনের দাম প্রায় ৩ হাজার ২০০ টাকা থেকে ৬ হাজার টাকা এর মধ্যে হতে পারে । যা মডেল ক্ষমতা ওয়াট এবং জারের সংখ্যার উপর নির্ভর করে। কিছু জনপ্রিয় মডেল মধ্যে রয়েছেWBL-VKO1 প্রায় ৫৫০০ টাকা এবং WBL-VK1ON প্রায় ৫৯৯০ টাকা পর্যন্ত।

কিছু মডেল ও দাম ২০২৪

১।Walton WBL-VKO1: প্রায় ৫৫০০ টাকা

2।Walton WBL-VK1ON: প্রায় ৫৯৯০  ওয়াট

৩।Walton WBL13CC25: উচ্চগতির মটর সহ একটি মডেল

মডেল নির্বাচনের টিপসঃ।

১।বেশি ওয়াটের ব্লেন্ডার গুলো শক্ত  মিশ্রণ তৈরির জন্য বেশি শক্তিশালী হয়।

২। আপনার প্রয়োজন অনুযায়ী জারের সংখ্যা বেছে নিন।

৩। মডেল এবং বৈশিষ্ট্যের উপর নির্ভর করে দাম পরিবর্তিত হয়।

৪। বিভিন্ন সময়ের অফার বা ডিসকাউন্ট থাকতে পারে।

দামগুলো ২০২৩ থেকে ২৪ সালের তথ্যের ভিত্তিতে দেওয়া হয়েছে। সর্বশেষ দাম জানতে ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট বা বিক্রয় কেন্দ্রগুলো থেকে নিশ্চিত হয়ে নিন।

ব্লেন্ডারের গুরুত্বপূর্ণ কিছু বিষয়

ব্লেন্ডার কেনার সময় মোটর ক্ষমতা, ব্লেন্ডার ধরন এবং ব্যবহারের উদ্দেশ্যে বিবেচনা করা উচিত। এটি মসলা গুড়া করা জুস তৈরি করা সহজ পিউরি তৈরি করার মত বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। বিভিন্ন ধরনের ব্লেন্ডার যেমন হ্যান্ড ব্লেন্ডার বা শক্তিশালী মডেলের প্রয়োজন অনুযায়ী বেছে নেওয়া যেতে পারে।

ব্লেন্ডার কেনার সময় বিবেচ্য বিষয়ঃ

 মোটর ক্ষমতা আপনার কাজের ধরনের ওপর নির্ভর করে সঠিক হওয়াটের মোটর বেছে নিন। সাধারণ কাজের জন্য ২০০ থেকে ৩০০ ওয়াট যথেষ্ট হতে পারে। কিন্তু কঠিন বা বরফ ভাঙ্গার মত কাজের জন্য শক্তিশালী মোটর এর প্রয়োজন হ...

ব্যবহারের উদ্দেশ্যঃ

.১।মাংস মসলা বা সবজি, যদি মসলা গুড়া মাংস কিমা বা সবজি কাটার মত কাজ করতে চান তবে একটি শক্তিশালী ব্লেন্ডার প্রয়োজন।

২। এস মোদী এবং জুস তারই জন্য একটি স্ট্যান্ডার্ড ব্লেন্ডারারি যথেষ্ট।

৩। বরফ ভাঙ্গার জন্য বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্লেন্ডারের প্রয়োজন হয়।

ব্লেন্ডারের ধরন ও গণমানঃ ব্লেডের উপাদান যেমন স্টাইলিশ স্টিল এবং ধারালো ব্লেড ব্লেন্ডারের কার্যকারিতা বাড়ায়। কিছু ব্লেন্ডারে বিভিন্ন কাজের জন্য আলাদা ব্লেড থাকে।


পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণঃ সহজে পরিষ্কার করা যায় এমন মডেল বেছে নেওয়া ভালো। কিছু মডেলে আলাদা অংশ থাকে যা সহজেই খুলে পরিষ্কার করা যায়,

নিরাপত্তা বৈশিষ্ট্যঃ ব্লেন্ডার কেনার সময় নিরাপত্তা বৈশিষ্ট্য গুলো দেখে নিন যেমন অতিরিক্ত গরম হয়ে যাওয়া রোধ করার ব্যবস্থা বা অটো শট অফ  ফাংশন।

ব্লেন্ডার মেশিন এর বহু মুখী ব্যবহার

ব্লেন্ডার মেশিনের বহুমুখী ব্যবহার আছে, যেমন জুস, সুখ ও সাহস তৈরি করা।, মসলা ব্লেন্ড করা বরফ কুচি কর্‌ ডিম ফাটানো ক্রিম বা ব্যাটারি তৈরি করার জন্য ব্যবহার করা যায়। রান্না ও বেকিং এর বিভিন্ন কাজে ব্লেন্ডার একটি  অত্যন্ত উপকারী যন্ত্র।

ব্লেন্ডারের বহুমুখী ব্যবহারঃ

ইসমতী জুস মিল্কশেক এবং বাটার মিল্ক এর মত বিভিন্ন ধরনের পানীয় তৈরি করা যায়। মশলা বাদাম এবং অন্যান্য শুকনো উপাদান গুড়ো করার জন্য ব্যবহার করা হয়। প্যান কেক রেপার বাটার তৈরি ফোটানো এবং ক্রিম বা মেরিপ করার জন্য এটি ব্যবহার করা হয়।

অন্যান্য ব্যবহারঃ সেদ্ধ করার টমেটো এবং রসুনের মত উপকরণ করা যায়। হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করে বিভিন্ন ধরনের খাবার সহজে ব্লেন্ড করা যায় যেমন অমলেট এবং ওয়াক আমল। ব্যবহার সঠিক নিয়ম গুলো যেমন মেশিনের ক্ষমতা অনুযায়ী উপাদান দেওয়া অতিরিক্ত গরম না করা জেনে ব্যবহার করা । উচিত।

ভাল ফলাফলের জন্য সঠিক স্পিড সেটিং ব্যবহার করুন একটানা দীর্ঘক্ষণ ব্যবহার না করে মাঝে মাঝে বিরতি দিন ক্ষতি হওয়া থেকে রক্ষা করবে।

 ব্লেন্ডারে মসলা গুড়া করা

ওয়ালটন ব্লেন্ডারের মসলা গুড়া করতে প্রথমে মসলা ব্র্যান্ডের গ্রাউন্ডার এর যারে ঢালুন এবং ঢাকনা ভালোভাবে বন্ধ করুন। এরপর ব্লেন্ডার টি চালু করুন এবং প্রয়োজনের কম থেকে উচ্চ গতিতে অল্প অল্প করে চালান। যতক্ষণ না মসলা আপনার পছন্দ মত ঘন  হয়। অতিরিক্ত গরম হয় এড়াতে অল্প অল্প করে প্রক্রিয়াকরণ এবং প্রয়োজনে ব্লেন্ডার থামিয়ে মসলা নামিয়ে দিন।

ধাপে ধাপে পদ্ধতিঃ

১। ওয়ালটন ব্লেন্ডারের গ্রাউন্ডার যার তিনি এবং এতে শুকনো মশলা যোগ করুন। একই সাথে অনেক মসলা না দিয়ে অল্প অল্প করে গুড়ো করা ভালো।

২। জারটি ঢাকনা সঠিকভাবে বন্ধ করুন যাতে বুড়ো বের না হয়।

৩। ব্লেন্ডারটি কম গতিতে শুরু করুন এবং এরপরে দ্রুতগতিতে বাড়ান মসলা গুড়া না হওয়া পর্যন্ত এটি চালিয়ে যান।

৪। মসলা যথেষ্ট ঘোড়া না হলে ব্লেন্ডারটি থামিয়ে দিন একটি চামচ বাটোলা দিয়ে জারের পাশে লেগে থাকা মশলাগুলো নিচে নামিয়ে দিন তারপর আবার ব্লেন্ড করুন।

৫। মসলা আপনার পছন্দসই ঘনত্বের গুরতে পরিণত না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন। লক্ষ্য করুন যে অতিরিক্ত গরম হয় রাতে অল্প অল্প করে প্রক্রিয়া করা উচিত।

স্বাস্থ্যকর খাবার তৈরি

ওয়ালটন ব্লেন্ডার ব্যবহার করে গুড়া মসলা দিয়ে স্বাস্থ্যকর খাবার তৈরি করতে ব্লেন্ডারের বাউন্ডার যার ব্যবহার করে জিরা ধনে এলাচ লবঙ্গ ইত্যাদি মসলা গড়া করতে পারেন। এই গুড়া মুখ করা মসলা দিয়ে সুষমক ছাদের খাবার তৈরি করতে পারেন। যেমন বিভিন্ন ধরনের সবজি, ডাল বা মাংসের সাথে মসলার মিশ্রণ ব্যবহার করা। মসলার গোড়া এবং তাজা উপাদান যেমন ফল বা সবজি একসাথে মিশিয়ে স্বার্থপর তৈরি করা যায়।

১। তাৎক্ষণিক ব্যবহার: ব্লেন্ডার্স দিয়ে সহজেই প্রয়োজনমতো মশলার গুড়ো তৈরি করা যায় কিভাবে রান্নার সময় বাঁচা এবং মসলা সংরক্ষণের প্রয়োজনীয়তা কমায়।

২। প্রিজারভেটিভ মুক্ত: বাজারঘাট বড় মসলার মত এতে কোন কৃত্রিম রং বাটির মেশানো থাকে না যার স্বাস্থ্যকর খাদ্য মাসের জন্য ভালো। 

৩।তাজা স্বাধ ও গন্ধ: তাজা মসলা গুঁডা করলে তার স্বাদ ও গন্ধ অনেক বেশি ভালো থাকে,যা খাবারের স্বাদ বাড়িয়ে তুলতে সাহায্য করে।

৪‌। নিয়ন্ত্রিত ঘনত্ব: আপনি ব্লেন্ডার ব্যবহার করে নিজের পছন্দ অনুযায়ী মসলার ঘনত্ব করতে পারেন। যেমন -খুব মিহি গুড়ো বা কিছুটা দানাদার করে গুঁড়ো করা যায় ‌

রান্নার স্বাদ বৃদ্ধি 

ব্লেন্ডার মেশিনের মসলাগুলো করে রান্নার স্বাদ বাড়ানো যায় তবে এর কিছু সুবিধা এবং অসুবিধা আছে। ব্লেন্ডারের দ্রুত বড় করে যা বাজারের কেনা গুঁড়ো মসলা ভেজাল এড়াতে এবং খাঁটি মসলার স্বাদ পেতে সাহায্য করে। 

ব্লেন্ডার ব্যবহার করে মসলার স্বাদ বাড়ানোর টিপস 

১। শুকনো মসলা যেমন জিরা, ধনে ইত্যাদি, গুঁড়ো করতে একটি ভালো ব্লেন্ডার অথবা গ্রাউন্ডার ব্যবহার করতে পারেন। অন্যদিকে আদা, রসুন, পিয়াজ ইত্যাদি ভেজা মসলা পেস্ট করার জন্য ব্লেন্ডার সবচাইতে ভালো কাজ করে।
 
২। মসলা ব্লেন্ড করার সময় প্রথমে ব্লেন্ডারটি কম গতিতে চালু করুন এবং পরে প্রয়োজন অনুযায়ী গতি বাড়ান। এতে মসলার ভেতরের তেল গরম হয়ে যায় না এবং এর ঘ্রাণ ও সাত অক্ষুন্ন থাকে।
 
৩। মসলা অতিরিক্ত মিহি করে গুড়ো করা থেকে বিরত থাকুন কারণ এতে মসলার টেক্সচার পাল্টে যেতে পারে এবং কিছুটা ভিন্ন লাগতে পারে।

৪। ব্লেন্ডারে গুঁড়ো করা মসলার স্বাদ তাজা এবং অরিজিনাল রাখতে ব্লেন্ডারে অল্প সময়ের জন্য গুঁড়ো করুন এতে মসলার তেল ও ভ্রাণ ভালো থাকে।

৫। অনেক ধরনের মসলা একসাথে ব্লেন্ড করতে পারেন তবে প্রতিটি মসলার স্বাদ ওভ্রান যেন ভালো থাকে সেদিকে খেয়াল রাখুন।

বিদ্যুৎ সাশ্রয় 

ওয়ালটন ব্লেন্ডার ব্যবহারে বিদ্যুৎ সাশ্রয় করতে সঠিক ওয়ার্ড ক্ষমতার ব্লেন্ডার ব্যবহার করুন, কম ঘনত্বের মিশ্রণ তৈরি করুন এবং অপ্রয়োজনে ব্লেন্ডার ব্যবহার থেকে বিরত থাকুন। এছাড়াও ব্লেন্ডার কি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলে এবং একই সাথে অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার না করলে বিদ্যুৎ ছত্রাই করা সম্ভব 

বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ওয়ার্ড ক্ষমতার ব্লেন্ডার প্রয়োজন। যেমন ইসমদী এবং শেখ তৈরির জন্য ৩০০ থেকে ৫০০ ওয়াটের ব্লেন্ডার যথেষ্ট, যেখানে সেখানে সস বা সুপের জন্য ৪০০ থেকে ৬০০ ওয়াটের ব্লেন্ডার প্রয়োজন হতে পারে। আপনার প্রয়োজনের জন্য সঠিক ওয়াটার ব্লেন্ডার নির্বাচন করলে অতিরিক্ত বিদ্যুৎ খরচ এড়ানো যায় যেসব উপকরণ সহজে মিশ্রিত হয় যেমন নরম ফল, দই বা বীজ, সেগুলোর জন্য কম বিদ্যুৎ খরচ হয়। কঠিন মা হিমায়িত ফল বাবা দাম গুড়ো করার মতো ভারী কাজের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্লেন্ডার প্রয়োজন হলেও চেষ্টা করুন কমঘনত্ব যুক্ত মিশ্রণ তৈরি করতে।
 
ব্লেন্ডার কি সঠিকভাবে ব্যবহার করলে বিদ্যুৎ শাস্ত্রাই করা যায়। ব্লেন্ডারের ম্যানুয়াল করে নিন এবং সঠিক ব্যবহারের পদ্ধতি সম্পর্কে জানুন। ব্লেন্ডারের অতিরিক্ত গরম তরল পদার্থ প্রক্রিয়াজাত করা উচিত নয়, কারণ এতে যন্ত্রের কার্যকারিতা কমে যেতে পারে। ব্লেন্ডারটি খুব বেশি ঘন ঘন ব্যবহার না করাই ভালো।, কিছু ক্ষেত্রে হাতে ব্যবহার করা ব্লেন্ডার বা জুসার ব্যবহার করা যেতে পারে। এতে বিদ্যুৎ বিল কিছুটা হলেও কমানো যায়।
 
একসাথে অনেকগুলো বৈদ্যুতিক যন্ত্র না চালিয়ে প্রয়োজনে একটি একটি করে ব্যবহার করলে বিদ্যুৎ সাশ্রয় হয়। যেমন গরম কালে একসাথে অনেকগুলো এমপ্লয়মেন্ট চালানো ঘর গরম হয়ে যায়। যা বিদ্যুৎ খরচ বাড়িয়ে দেয়। ব্লেন্ডারটির ব্লেড এবং অন্যান্য অংশ নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করলে তার সঠিকভাবে কাজ করে এবং অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয় না। 

ওয়ালটন ব্লেন্ডার মেশিনের বর্তমান অবস্থা 

ওয়ালটন ব্লেন্ডার মেশিন এর বর্তমান অবস্থা সম্পর্কে বলতে গেলে বিভিন্ন মডেল বাজারে উপলক্ষে আছে এবং এগুলোর দাম মডেল ও ওয়ার্ডের উপর নির্ভর করে। ওয়ালটনের ব্লেন্ডার গুলো মাংস, ফল ব্লেন্ড করা গ্রাইন্ড করা এবং জুস তৈরি করার জন্য ব্যবহৃত হয়। বাজারে নতুন মডেল যুক্ত হয়েছে এবং অনেক গ্রাহক এই মেশিনগুলোর কার্যকারিতা ও দাম নিয়ে সন্তুষ্ট। 

ব্লেন্ডার এবং মিক্সার গ্রাউন্ডার বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা যায় যেমন স্বাস্থ্যকর মোদী বাস চেক তৈরি মাংস সবজি ও ফল ব্রাউন বা চপ করা ওয়ালটনের জুসার দিয়ে বিভিন্ন ফলের জুস তৈরি করা সম্ভব। বিদ্যুৎ সংযোগ দেওয়ার আগে বাসার ভোল্টেজ ব্লেন্ডারের নির্দিষ্ট ভোল্টেজ এর সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিশ্চিত করুন। 

নিজস্ব মতামত 


বিভিন্ন লেখকের মতে ওয়ালটনের ব্লেন্ডার গুলো সাশ্রয়ী দামে ভালো পারফরম্যান্স দেয় এবং ব্যবহার করার সুবিধা জনক। এগুলো জুস স্টরি পিউরি এবং মসলার নিম্নচানোর মত বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। তবে ব্লেন্ডারের কার্যকারিতা নির্ভর করে মোটরের ক্ষমতা ব্লেন্ডার কার্যকারিতা এবং ব্যবহারের নিয়মের উপর। গরম খাবার সরাসরি ব্লেন্ডারে না দেওয়া সঠিক উপরে উপকরণ কাটা এবং ঢাকনা সঠিকভাবে লাগানো নিশ্চিত করা প্রয়োজন।











এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url