বিড়াল কামড়ালে কয়টি ভ্যাকসিন দিতে হয়

 

 বিড়াল কামড়ালে কয়টি ভ্যাকসিন দিতে হয় তা আমরা অনেকেই জানিনা। আপনাদের পোষা প্রাণী হঠাৎ কামড় দিলে ভ্যাকসিনের দরকার পড়ে আর ভ্যাকসিন না দিলে বিপদ। 


বিড়াল কামড়ালে কয়টি ভ্যাকসিন দিতে হয়


কারণ পোষা প্রাণী যেমন বিড়াল, কুকুর, ইত্যাদি কামড়ালে ভ্যাকসিন দিতেই হবে। তা নাহলে আপনি জলাতঙ্ক রোগে আক্রান্ত হতে পারেন। তাই কয়টি ভ্যাকসিন দিবেন চলুন জেনে নেই।

পেজ সূচিপত্রঃ  বিড়াল কামড়ালে কয়টি ভ্যাকসিন দিতে হয়

বিড়াল কামড়ালে কয়টি ভ্যাকসিন দিতে হয়

বিড়াল কামড়ালে কয়টি ভ্যাকসিন দিতে হয় তা আমরা অনেকে জানিনা আমরা অনেকে বাসায় বিড়াল পালন করি বিড়াল প্রাণীটি খুবই পরিবেশবান্ধব একটি প্রাণী সহজে পোষ মানে বেশিরভাগ বিড়াল শান্ত স্বভাবের হয়। কিন্তু কিছু কিছু বিড়াল থাকে যেগুলো শান্ত স্বভাব হলেও মাঝে মাঝে মাঝেমধ্যে রেগে ওরা আঁচড় দিয়ে ফেলে বা কামড় দেয়। এই আঁচড় বা কামড় যদি গুরুতর হয় তাহলে আপনাকে ভ্যাকসিন দিতে হবে বা টাকা নিতে হবে।

আপনার বিড়ালকে যদি টাকা দেওয়া থাকে আর ওই অবস্থায় যদি কামড় দেয় তাও আপনাকে টিকা দিতে হবে কারণ আপনার রিস্ক নেওয়া যাবে না। প্রতিবছর প্রায় বিড়াল কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয় ৭০ হাজার মানুষ মারা যায়। এবং এর বেশিরভাগ হয় এশিয়া ও আফ্রিকা মহাদেশে ।কামড়ালে কয়টি ভ্যাকসিন নিবেন কি কি ভ্যাকসিন নিবেন এবং কতদিন নেবেন তা সম্পূর্ণ আর্টিকেল পড়লে বুঝতে পারবেন। 

বিড়াল বাচ্চা কামড়ালে কি ভ্যাকসিন দিতে হয়

 বাচ্চা বিড়াল কামড়ালে কি ভ্যাকসিন দিতে হয় বিড়াল কামড়ালে কয়টি ভ্যাকসিন দিতে হয় বা বাচ্চা বিড়াল আর বড় বিড়াল বা বয়স্ক বিড়াল আপনাকে যেই বিড়ালি কামড়াক না কেন বিড়ালের কামড় মর্মান্তিক রোগ কিন্তু জলাতঙ্ক রোগ এই রোগ থেকে সাবধান। এই রোগে আক্রান্ত হলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে।  আমাদের পোষা বিড়ালটি প্রতি বছর টিকা  না দিলে রাবিশ ভাইরাসে সংক্রামক হওয়ার সম্ভাবনা থাকে।

আপনার বিড়াল যদি রোগা হয় দেখা যায় আর সেই বাচ্চা বিড়াল আপনার শরীরে যদি মুখে ঘাড়ে মাথায় বা হাতে পায়ে কামড় দেয় তাহলে দেরি না করে অ্যান্টি রাবিশ ভ্যাকসিন নিন তার পাশাপাশি ইমিউন টিকা নিন এক মাসে মোট পাঁচটি ডোজ নিবেন ১.৩ ,৭ ,১৪্এ‌বং ২৮ তম দিনে।

বিড়াল আসর দিলে কি ভ্যাকসিন দিতে হয়

বিড়াল আঁচড় দিলে আর আছড়ে যদি আপনার শরীরের সেই স্থানে ক্ষত হয় এবং রক্ত লাল দাগ হয়ে  রক্ত বের হয় তাহলে প্রথমেই প্রাথমিক চিকিৎসা নিয়ে রক্ত বন্ধ করুন এরপর আপনার ভাবা উচিত আপনার বিড়ালকে টিকা দেওয়া আছে কিনা ।

যদি না থাকে তাহলে কোন কিছু চিন্তা না করে ডাক্তারের কাছে চলে যান এবং অ্যান্টি রেভিস ভ্যাকসিন(Rabies  vaccine)  নিন । তার পাশাপাশি ইমিউনোগ্লোবিলিন টিকা নিন। এক মাসে মোট পাঁচটি ডোজ নিবেন।১ ,৩ ,৭ ,১৪ ,২৮ তম দিনে।

আপনার টিকা নেওয়া হয়ে গেলে আপনার বিড়ালকেও  (FVRCP এবং  Rabies) ভ্যাকসিন দিয়ে দিন কারণ আপনার বিড়ালের জলাতঙ্ক রোগ আছে কিনা সেটা আপনি জানেনচ্র। জলাতঙ্কর রোগ থাকলে আঁচড় বা কামড়ে আপনি আক্রান্ত হতে পারেন ।তাই নিজের জীবনের রিক্স না নিয়ে নিজে বাঁচুন এবং আপনার আদরের বিড়ালটিকেও বাঁচান।

বিড়াল আঁচড়ালে কতদিনের মধ্যে টিকা দিতে হয় 

বিড়াল আঁচড়ালে কতদিনের মধ্যে টিকা দিতে হয়। ধরেন আপনার পোষা বিড়ালটি এখন কামড় দিয়েছে বা আঁচড় দিয়ে ক্ষত করে ফেলেছে এখন আপনার করণীয় আপনার টিকা নেওয়া ।আপনাকে ২৪ ঘন্টার মধ্যে টিকা গ্রহণ করতে হবে বিড়াল কামড়ালে কয়টি ভ্যাকসিন দিতে হয় তা আমরা জানি।

আপনার যদি মুখে ঘাড়ে হাতে-পায়ে বা মাথাই আঁচড় দিয়ে  ক্ষত করে ফেলে তাহলে দেরি না করে আপনাকে খুব দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। এবং ডাক্তার যদি পরামর্শ দেয় তাহলে ভ্যাকসিন গ্রহণ করতে হবে এক মাস যেটি ওপরে বলা হয়েছে।

বিড়ালের  আঁচড় থেকে কি রোগ হয়  

বিড়ালের আঁচড় থেকে কি রোগ হয় জানতে চান তাহলে চলেন জেনে নিই আপনার পোষা বিড়াল বা রাস্তার কোন বিড়াল আপনাকে আসর দিয়ে পালিয়ে গিয়েছে এখন আপনার অনেক চিন্তা হচ্ছে আমার এখন কি হবে কোন রোগ আক্রান্ত হবো না তো তো।

হ্যাঁ আপনি রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন আপনার ক্যাট ক্রাস ডিজিজ রোগে আক্রান্ত হতে পারেন। লক্ষণগুলো হলো আপনার আছড়ের  জায়গায় বেদনাদায়ক ব্যথা হবে ফোসকা পড়বে ক্লান্ত অনুভব করবেন মাথাব্যথা সহ জ্বর আসতে পারে।

বিড়াল কত মাস বয়সে ভ্যাকসিন দিতে হয়

বিড়াল কত মাস বয়সে ভ্যাকসিন দিতে হয় তা আমরা অনেকে জানিনা। পোষা বিড়ালটি লালন করেছেন কিন্তু টিকা দিচ্ছেন ন।ভাবছেন টিকা দিয়ে কি হবে আমার বিড়াল তো শান্ত স্বভাবের কামড় বা আসর দেয় না আর দিলেও কিছুই তো হয় না। আপনার ধারণা ভুল আপনার বিড়ালের যদি জলাতঙ্ক রোগ থাকে আর সেই অবস্থায় যদি আপনাকে আসর দেয় তাহলে আপনি সেই রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন।


বিড়াল কামড়ালে কয়টি ভ্যাকসিন দিতে হয়


জলাতঙ্ক রোগ অনেক খারাপ বিড়াল কামড়ালে কয়টি ভ্যাকসিন দিতে হয় তা আমরা ইতিমধ্যে জেনেছি জলাতঙ্ক রোগ থেকে বাঁচতে হলে আপনাকে প্রথমেই টিকা দিতে হবে বিড়ালের বয়স ৪৫ দিন হওয়ার পর প্রথম ফ্লুর ভ্যাকসিন দিতে হবে প্রথম ভ্যাকসিন দেওয়ার এক মাসের মধ্যে দিতে হবে এক বছর আপনি জানুয়ারি মাসে বুস্টার ডোজ দিলেন পরের বছর আবার জানুয়ারি মাসে দিতে হবে।

প্রতিবছর পর্যায়ক্রমে এইভাবে টিকা দিতে থাকেন। বিড়ালকে সুস্থ রাখেন আপনি টেনশন মুক্ত থাকেন অন্যদিকে আমাদের দেশের বিড়ালের সেই ভাইরাসটি বেশি হয় সেটি হল এই ভাইরাসে আক্রান্ত বিড়ালের পাতলা পায়খানা, বমি হয় এজন্য আপনাকে ফ্লুয়েন ভ্যাকসিন দিয়ে দেয়া আবশ্যক বিড়াল জন্মের ৪৫ দিন পর ফ্লোর বিরুদ্ধে ভ্যাকসিন দিতে হবে। তারপর প্রতিবছর ফ্লোর ভ্যাকসিন নলে ভাইরাসে আক্রান্ত হবে না।

জলাতঙ্ক রোগের টিকা কতদিনের মধ্যে দিতে হয়

জলাতঙ্ক রোগের টিকা কতদিনের মধ্যে দিতে হয় তা অনেকে জানে্ননা ।জানে না বলেই পৃথিবীতে প্রতি বছর অনেক মানুষ মৃত্যুবরণ করছে ।তাই এখনই সতর্ক হোন কুকুর বিড়াল যেটাই কামড় দিক না কেন সাথে সাথে টিকা নিন।


বিড়াল কামড়ালে কয়টি ভ্যাকসিন দিতে হয়


বিড়াল কামড়ালে কয়টি ভ্যাকসিন দিতে হয় কামড়ানোর কতদিনের মধ্যে টিকা নিবেন হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন এর পাঁচটি ডোজ রয়েছে প্রথম দিন ৩ , ৭ , ১৪  ,ও ২৮ , তম দিনে নিবেন এবং তারপরে বেশি কেয়ারফুল থাকার জন্য আরেকটি বুস্টার ড্রেস নিতে পারেন তিন মাসে বা ৯০ দিনে।

বিড়ালের জলাতঙ্ক রোগের লক্ষণ গুলো কি কি

বিড়ালের জলাতঙ্ক রোগের লক্ষণ গুলো কি কি জেনে নিন আপনার আদরের পোষা বিড়ালের জলাতঙ্ক রোগ আছে কিনা কিভাবে বুঝবেন। যদি জলাতঙ্ক থাকে তাহলে বিশেষ কিছু লক্ষণ দেখা যায় তা হল আপনার বিড়ালের আচরণ পরিবর্তন হবে অনেক বিরক্ত থাকবে, আগ্রাসী হয়ে থাকব্‌ একটুতেই কামড় দিতে আসবে, বেশি বেশি নিঃশ্বাস ফেলবে মুখ দিয়ে লালা বের হবে গলার স্বরে পরিবর্তন আসতে পারে ইত্যাদি।

এইসব লক্ষণ দেখা দিলে বুঝবেন আপনার বিড়ালের জলাতঙ্ক রোগ হয়েছে বা রেবিস রোগে আক্রান্ত হয়েছে। যদি আক্রান্ত হয় তাহলে দুঃসংবাদ কারণ রাবিশা আক্রান্ত বিড়াল বেশি দিন বাঁচে না আর যদি ১০ দিন পরও আপনার বিড়াল সুস্থ থাকে তাহলে বুঝবেন আপনার বিড়াল এ বিষয়ে আক্রান্ত ছিল না,। তাই আপনার পোষা বিড়ালটি অসুস্থ হলেই ভালো করে প্রতিদিন তার লক্ষ্য রাখুন।

বিড়াল কামরানো নিয়ে প্রশ্ন পর্ব (FAQ)

প্রশ্নঃ বিড়াল কামড় দিলে কি ইনজেকশন দিতে হয় ?

উত্তরঃহ্যাঁ বিড়াল কামড় দিলে যত দ্রুত সম্ভব ২৪ ঘন্টার মধ্যে ইঞ্জেকশন নিতে হয় ইনজেকশন নিতে হয়.

প্রশ্নঃ বিড়ালের কত টিকা লাগে ?

উত্তরঃবিড়ালের সর্বমোট তিনটি টিকা লাগে।(Rabies) (FRCP) (FeLV) টিকা।

প্রশ্নঃ জলাতঙ্ক বিড়াল কত দিন বাঁচে ?

উত্তরঃবিড়ালের ইনকিউবেসন সাধারণত কুকুরের তুলনায় কম জলাতঙ্ক রোগ ক্ষণ প্রকাশ পাবার পর দশ দিনের মতো বাঁচতে পারে। রোগ যত তীব্র হয় আশঙ্কা তত কমতে থাকে।

প্রশ্নঃ বিড়াল আঁচড় দিলে কি করতে হয় ?

উত্তরঃ বিড়াল আসর দিলে প্রথমে প্রাথমিক চিকিৎসা নিতে হবে। বাসাতেই পরিষ্কার করুন ডেন্টাল বা স্যাভলন দিয়ে যদি বেশি ক্ষত করে ফেলে তাহলে অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নিন।

প্রশ্নঃবিড়ালের টিকা কতবার নেওয়া উচিত ?

উত্তরঃপ্রধান তিনটি ডোজ দেওয়ার পর প্রথম সিরিজের এক বছর নেওয়ার তারপর থেকে তিন বছরের নিতে পারবেন।

প্রশ্নঃ বিড়ালের জলাতঙ্ক টিকা কতদিন থাকে ?

উত্তরঃ বিড়াল প্রধান টিকার মধ্যে প্রথম এক বছর থাকে পরে আপনি তিন বছরের টিকা দিলে তিন বছর পর্যন্ত থাকবে আপনার ইচ্ছা আপনি কত দিনের দিবেন।

প্রশ্নঃ টিকা না দিয়ে বিড়াল আঁচড় দিলে করনীয় ?

উত্তরঃপ্রথমে সাবান বা স্যাভলন দিয়ে আসর জায়গা ধুয়ে ফেলুন। এইবার তুলোবা পরিষ্কার কাপড় দিয়ে অ্যালকোহল বা ক্রিম নিয়ে আবার মুছে নিয়ে শুকিয়ে নিন ।যদি রাস্তার বিড়াল হয় তাহলে অবশ্যই টিকা নিবেন। আর যদি পোষা বিড়াল হয় তাহলে আপনার নিজের সিদ্ধান্তের উপর।

প্রশ্নঃ বিড়ালের জলাতঙ্ক রোগের তিনটি ধাপ কি কি ?

উত্তরঃ প্রথম প্রো ড্রোমাল উগ্র জলাতঙ্ক বা মেড ডগ তৃতীয় পক্ষঘাতপ্রাপ্ত প্রতিটি ধাপ চেনার জন্য লক্ষণগুলো পর্যবেক্ষণ করুন।

প্রশ্নঃকুকুর নাকি বিড়ালের জলাতঙ্ক বেশি ?

উত্তরঃবিড়ালের জলাতঙ্ক বেশি কারণ হলো এক রিপোর্টে দেখা গেছে যে বিড়াল মালিক তাদের পোষা আদরের বিড়ালের রোগের বিরুদ্ধে টিকা দেন না অবহেলায় থাকে।

প্রশ্নঃ দুইদিন পর জলাতঙ্কটিকা নেয়া যাবে কি ?

উত্তরঃ যত দ্রুত সম্ভব নিতে হবে ২৪ ঘন্টার মধ্যে তবে অবশ্যই ৭২ ঘণ্টার এর বেশি দেরি করা যাবে না।

শেষ কথা

 বিড়াল কামড়ালে কয়টি ভ্যাকসিন নিবেন এর রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন রেবিস ভ্যাকসিন এর কার্যকারিতা এবং বিড়ালের ভিন্নতা বিষয়ে জানতে পেরেছেন। আপনার এতক্ষণ বিড়ালের কামড় থেকে ভ্যাকসিনের কাজ টিকা প্রদান ইত্যাদি নিয়মকানুন সম্পর্কে অবগত হলেন। এরকম গুরুত্বপূর্ণ তথ্যমূলক আলোচনা আমরা প্রতিনিয়ত প্রকাশ করে থাকি তাই আমাদের ওয়েবসাইট ফলো দিয়ে রাখুন সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।























































এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url