১১ টি SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম জেনে নিন

আপনি কি এসইও (SEO) ফ্রেন্ডলি কনটেন্ট লিখতে আগ্রহী? বেশ, এটা একটা কৌশল যেটা আপনার ব্লক অথবা আপনার লেখার ক্যারিয়ারকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। যে কেউ আর্টিকেল লিখতে পারে কিন্তু এসইও অপটিমাইজ আর্টিকেল লেখার জন্য বিশেষ অনুশীলন বা চর্চা করা প্রয়োজন ।এখানে আমরা আজকে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার কিছু কৌশল নিয়ে আলোচনা করব।


 আর্টিকেল লেখার বেসিক নিয়ম জানতে আপনাকে অবশ্যই আপনার পোস্ট লেখা নিয়ে গবেষণা করতে হবে। রিচার্জ বা গবেষণা ছাড়া এসিও ফ্রেন্ডলি কনটেন্ট লেখা সম্ভব নয়। যদি লিখতে চান তাহলে সেটা অন্ধকারে হাতড়ানোর মত অবস্থা হবে। তাই আর্টিকেল লেখার আগে কয়েকটি বিষয় নিয়ে চিন্তা করুন।

পেজ সূচিপত্রঃ ১১ টি SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম জেনে নিন

টার্গেট কিওয়ার্ড - SEO ফ্রেন্ডলি আর্টিক্যাল লেখার নিয়ম

কি ওয়ার্ডের জন্য Ahrefs বা SEMrush থেকে দেখে নিন টার্গেট কিওয়ার্ডগুলো। এই দুইটা টুল আপনাকে ভালো টপিক অনুসন্ধানে সাহায্য করবে এবং  সঠিক কিওয়ার্ড অপটিমাইজেশনে সাহায্য করবে। এই টুলগুলো আপনাকে বুঝিয়ে দিবে কিভাবে সঠিক কিওয়ার্ড টার্গেট করবেন।

কনটেন্টর  টাইপ - SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম

আপনার টার্গেট কিওয়ার্ড কে গুগল সার্চের মাধ্যমে দেখে নিতে পারেন কোন ধরনের আর্টিকেল এখন রেংকিংয়ের শীর্ষে আছে। এটা অনুসন্ধানের অংশ এবং google আপনাকে বুঝতে সাহায্য করবে কোন ধরনের আর্টিকেল ভূগোল অনুসন্ধানের জন্য ভালো মনে করে।

আর্টিকেল এর দৈর্ঘ্য - SEO ফ্রেন্ডলি আর্টিক্যাল লেখার নিয়ম

একটি আর্টিকেল এর দৈর্ঘ্য কতটুকু হওয়া প্রয়োজন সেটা জানার জন্যএসইও  রেম্বার (SEO  Rambler) ব্যবহার করুন। আপনি বিনামূল্যে এই সেবাটা গ্রহণ করতে পারেন। এটা আপনাকে একটা ধারণা দিবে রেংকিং এ প্রথম পেজে যাওয়ার জন্য একটা আর্টিকালের দৈর্ঘ্য কেমন হওয় প্রয়োজন

পাঠক জিজ্ঞাসা - SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম

আপনার টার্গেট কিওয়ার্ড অনুসন্ধান করুন google ,এবং সেটা আপনাকে একটি সেকশন দেখাবে সার্চ রেজাল্টের নিচে যেখানে লেখা থাকে,people  also  ask  for (লোকজন আরো জিজ্ঞাসা করে) এই প্রশ্নগুলোকে আপনি আপনার আর্টিকেলের মধ্যে অন্তর্ভুক্ত করে এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতে পারেন ।এটা একটা এসই ও আপটিমাইজ কনটেন্ট লেখার স্মার্ট পদ্ধতি যেগুলো ব্যবহার করা সচরাচর জানতে চাই

আর্টিকেল বিশ্লেষণ - SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম

আপনার টার্গেট  কিওয়ার্ডের টপ টেন রেজাল্ট বিশ্লেষণ করুন ।যদিও এটা কষ্টসাধ্য কিন্তু এসইও রাইটিং এ টপ র‍্যাংকিং এ যাওয়া কোন সহজ ব্যাপার নয়। এটা আপনার টপ রেঙ্কে যাওয়া সহজ করে দিবে। আপনার এনালাইসিসের মাধ্যমে আপনার কন্টেন্টের একটি রূপরেখা তৈরি করুন।

পোস্ট টাইটেল এবং মেটা টাইটেল  -  SEO  ফ্রেন্ডলি আর্টিক্যাল লেখার নিয়ম

পোস্ট টাইটেলঃ এটা হলো পাঠকরা ওয়েবসাইটে আপনার পোস্টের টাইটেল কিভাবে দেখে।মেটা টাইটেলঃ হল সার্চ ইঞ্জিন কিভাবে আপনার পোস্ট অনুসন্ধানকারীদের দেখায়। যদি আপনি এসইও সেটিং এ একটি মিটা টাইটেল স্পেসিফিক করে না দেন তাহলে আপনার পোস্ট টাইটেলই মেটা টাইটেল হিসেবে  ধরে নেওয়া হবে। 

পোস্ট মেটা ডিস্ক্রিপশন  - SEO  ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম

সার্চ ইঞ্জিন রেংকিংয়ে পোস্ট মেটা ডেসক্রিপশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি মেটা ডেসক্রিপশন কে আপনার ব্লগ পোস্টের জন্য সেলস কপি হিসেবে বিবেচনা করতে পারেন। ১৫৬ অক্ষরের মধ্যে আপনাকে কিওয়ার্ড সংযুক্ত করতে  হবে এবং এমন কিছু বর্ণনা সৃষ্টি করতে হবে যেন সেটা ব্যবহারকারীদের নিকট আকর্ষণীয় মনে হয় ।

ইমেজ অল্টারনেটিভ অ্যাট্রিবিউট ফ্রেন্ডলি আল লেখার নিয়মর্টিকে

Google একটা ইমেজ বা ছবিকে পড়তে পারে না ।তাই সার্চ ইঞ্জিন গুগলকে আপনার সংযুক্ত ছবি কি সম্পর্কিত সেটা বুঝিয়ে দেওয়ার জন্য সংযুক্ত ছবির সাথে সঠিক বর্ণনা / নাম ব্যবহার করতে হবে ।এজন্য যখনই আপনি একটি ছবি আপলোড করবেন আপনি ম্যানুয়ালি HTML অল্টারনেট  ব্যবহার করবেন।

ইন্টার লিঙ্ক এবং এংকর টেক্সট এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম

যখন আপনি একটি নতুন পোস্ট লিখবেন তখন অবশ্যই আগের ব্লগ পোস্টগুলোর প্রাসঙ্গিক লিংক নতুন পোস্টের সংযুক্ত করে দিবেন। এটা একটা ভালো চিন্তা সেটা আপনার পাঠকদের আপনার সাইটের সংযুক্ত রাখবে দীর্ঘ সময়ের জন্য। এর ফলে আপনার আগের পোস্টগুলো পুনরায় চেক করার সুযোগ পাবে। এটা আপনার সাইটে নবায়নযোগ্য হতে সাহায্য করবে এবং এটা আরো একটি এসিও   ফ্যাক্টর।

পার্মালিংকে স্টপ ওয়ার্ড ফ্রেন্ডলি আর্টিক্যাল লেখার নিয়ম

একটি ব্লক পোস্টে A  an  the  এবং এরকম কিছু লিস্ট শব্দ সার্চ ইঞ্জিন ইগনোর করে আমরা আমাদের পোস্ট টাইটেলে সাধারণত অনেক স্টপ ওয়ার্ল্ড ব্যবহার করি উদাহরণ হিসাবে বলা যায় আমরা একটি পোস্টের টাইটেল লিখি এভাবে-
  • 3  ways to meke a blog business plan. এর জন্য আমাদের পারমালিংক হবে
  • এখানে to এবং a  স্টপ ওয়াল্ড এখন আমরা এটা ডিলিট করে চেঞ্জ করবো.
  • Blog  - business-plan যেটা স্টপ ওয়ার্ল্ড  এভয়েড করে এখানে সতর্ককত হল একবার পোস্ট পাবলিশ হয়ে গেলে সেটা আর চেঞ্জ করা যাবে না

H1,  H2,  H3   হেডিংস  -  SEO  ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম

সঠিক হেডিং টেক এসইও কপিরাইটিং এবং আরো একটি গুরুত্বপূর্ণ টপিক ডিফল্ট রূপে যেকোনো SEO অপ্টিমাইসড থিমে পোস্ট হেডিংগুলো  H1  হেডিং ট্যাগ ব্যবহার করে পরবর্তী সাবডিং এর জন্য আমরা  H2  হেডিং ব্যবহার করতে পারি. এবং এভাবে চলতেই থাকবে বিশেষ করে যখন আপনি একটি দীর্ঘ পোষ্ট লিখবেন

এসইও কমিউনিটি অনুযায়ী কিওয়ার্ড ব্যবহার করা উচিত  H1,  H2,  H3,  ট্যাগের মধ্যে.পরিশেষে বলা যায় এসিও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং এর জন্য উল্লেখিত বিষয়গুলো মাথায় রাখলে আপনি খুব সহজে আপনার ব্লগ অথবা সাইটকে রেংকিং এর শীর্ষ নিয়ে আসার মত উপযুক্ত পোষ্ট লিখতে পারবেন এটা একই সাথে আপনার ব্লগিংয়ের মাধ্যমে দ্রুত অর্থ উপার্জনের সাহায্য করবে। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url